প্রতিনিধি ১৭ অক্টোবর ২০১৯ , ১:৫৯:৩৮ প্রিন্ট সংস্করণ
রাজাপুর প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে অবৈধ ভাবে গড়ে ওঠা ইটের পাজা বন্ধ করতে শুষ্ক মৌসুম শুরুর হওয়ার আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার আগাম ব্যবস্থা হাতে নিয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ৬টি ইউনিয়নে মাইকিং এর ব্যবস্থা করেন তিনি। এতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ ভাবে ইটের পাজা প্রস্তুত করা আইনত দন্ডনীয় অপরাধ। কারন এতে পরিবেশের মারাত্মক ক্ষতি সহ কোলমমতি শিশুরা নানাবিধ রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই শুষ্ক মৌসুমে ইটের পাজা তৈরিতে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকা জন্য বলা হয়েছে। তাই চলতি মৌসুমে নিশেধাজ্ঞা অমান্য করে কেউ ইটের পাজা তৈরি করলে তার বিরুদ্ধে আইনানুযায়ী শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার জানান, অবৈধ ইটের পাজা বন্ধ করতে সবাইকে সচেতনের জন্য শুষ্ক মৌসুম শুরুর আগেই মাইকিং করা হয়েছে। এর পরেও যারা অবৈধ ইটের পাজা তৈরি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।