বরিশাল

চরবাড়ীয়ায় গাছকাটা শ্রমিককে কুপিয়ে হত্যা-জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৪ , ১:০২:২১ প্রিন্ট সংস্করণ

0-4480x2038-0-0#

তালাশ প্রতিবেদক ॥ বরিশালে গাছকাটা শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৪ অক্টোবর) জুমা বাদ নগরীর জামিয়া ইসলামিয়া মাহমূদিয়া মাদ্রাসার সামনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় এলাকাবাসী। পরে সেখানে দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন করেন তারা। পরে মিছিলটি গিয়ে কাউনিয়া থানা ঘেড়াও করে।

 

ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে এ সময় বক্তারা বলেন, মাদকসেবী মাদকসেবী আলভীর বিতর্কিত কর্মকান্ডে বাঁধা দেয়ায় মোঃ আনিচকে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান নিহতের স্বজন ও এলাকাবাসী।

 

জানা যায়- গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের চরআবদানী এলাকায় প্রকাশ্যে মাদক বেচা-বিক্রিতে ব্যস্ত ছিল মোঃ সুমন ফকিরের ছেলে অভিযুক্ত আলভী। এ সময় একই এলাকার মোঃ মানিকের ছেলে মোঃ রাকিব বাঁধা প্রদান করলে তাকে চাইনিজ সেভেন ফায়ার ছুড়ি দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে। এ সময় রাকিবের মাথা, হাত, কোমড়, পিঠ, পাসহ শরীরের বিভিন্ন অংশ গুরুত্বর জখম হয়। এসময় রাকিবের ডাক চিৎকার শুনে তাকে বাঁচাতে তার এক আত্মীয় এগিয়ে আসলে তাকেও বেধরক মারধর করে আলভী। ঘটনার বিষয়ে মৃত মোসলেম ঢালীর ছেলে আরিফ ঢালী আলভীর বাসায় জানতে গেলে তার উপরেও চড়াও হয়ে তাকেও ছুড়িকাঘাত করায় আরিফের পেটে গুরুত্বর জখম হয়। এদিকে ঘন্টাখানেক পরে একই এলাকার নূর ইসলামের ছেলে মোঃ রাকিব ইসলামকে তার বাসার ছাদে ডেকে নিয়ে তাকেও একইভাবে ছুড়িকাঘাত করে জখম করে। মাদকসেবী আলভীর এমন কর্মকান্ডে দিশেহারা হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে আলভীর বাসায় গেলে পুনরায় একই এলাকার মোঃ আনিচকে এলোপাথারী কুপিয়ে জখম করে আলভী। এতে আনিচের পেটের ভুড়ি বের হয়ে যায় এবং কিডনীতে গুরুত্বর জখম হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া। সেখানে চিকিসৎসাধিন অবস্থা শুক্রবার (৪ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরে আলম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজু হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর

Sponsered content