প্রতিনিধি ৫ নভেম্বর ২০২০ , ৩:১৫:০৮ প্রিন্ট সংস্করণ
তানজিল জামান জয়, কলাপাড়া ॥ পটুয়াখালীর কলাপাড়ায় নারী ইউপি সদস্যকে ’দু:শ্চরিত্র’ বলা সেই ইউপি চেয়ারম্যান আবদুল সালাম সিকদারকে আদালত এক বছর দুই মাস কারাদন্ড দিয়েছে। বৃহস্পতিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার’র এ রায় ঘোষনা করেন।
ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষি নারী ইউপি সদস্য মোসা: শাহানারা বেগম ৮এপ্রিল ২০১৯ চেয়ারম্যান আবদুল সালাম সিকদার’র বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা মানহানির অভিযোগ সহ ন্যায় বিচার চেয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। বাদীর জবানবন্দিতে বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন।
এরপর বিচার বিভাগীয় তদন্তে মামলার বর্নিত অভিযোগ প্রমানিত হওয়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম সিকদার’র বিরুদ্ধে সমন জারী করেন আদালত।
গত ৩এপ্রিল ২০১৯ রাত ৮টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল সালাম সিকদার পারিবারিক জমিজায়গা নিয়ে বিরোধের জেরে তার পরিষদের নারী ইউপি সদস্য ও চাচাতো বোন মোসা: শাহানারা বেগম’র বিরুদ্ধে কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে ’দু:শ্চরিত্র’ নারী বলে লিখিত সংবাদ সম্মেলন করেন।