প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২০ , ৯:৩৯:৫৬ প্রিন্ট সংস্করণ
> সাংবাদিকদের নিরাপত্তা নাই
> থানায় জি ডি নেন নি অফিসার ইনচার্জ
মুলাদী প্রতিনিধিঃ ক্ষমতারকাছে আইন অসহায় , মুলাদীতে সাংবাদিকদের নিরাপত্তা নাই , থানায় জি ডি নেন নি অফিসার ইনচার্জ , মানব বন্দনে এ কথা বলেন সাংবাদিক বৃন্দ । মুলাদী পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শফিক-উজ্জ-রুবেল গত ৯ তারিখ বুধবার দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিটের সমায় দৈনিক আজকের বরিশাল এর মুলাদী প্রতিনিধি রেজা হাওলাদারকে প্রকাশ্যে দিবালোকে ২০/২৫ জননেতাকর্মীর উপস্থিতিতে রাস্তার উপরে অকথ্য গালিগালাজ ও লাঞ্চিত করে, জীবন নাশের হুমকি প্রদান সহ মামলার ভয়ভীতি দেখান। এ ঘটনার জের ধরে গতকাল বেলা ১২ টায় সরকারী মুলাদী কলেজের সামনে মুলাদী উপজেলা সাংবাদিক বৃন্দউপস্থিতিতে উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি আলমগীর হোসেন ডাকে সাড়া দিয়ে সুষ্ঠ বিচারের দাবীতে এবং মুলাদী থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন মৃধা সাধারণ ডায়েরী না নেওয়ার কারণে মানব বন্দন ও স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসার নিকট জমা দেন। এ বিষয়ে মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন মৃধার কাছে সাধারন ডায়েরী বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি তদন্তের জন্য মুলাদী থানা পুলিশ পরির্দশক (তদন্ত) মুজিবুর রহমান এর নিকট দিয়েছি, তবে এ সংবাদ লেখা পর্যন্ত সাংবাদিক রেজা হাওলাদার জীবনের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরী হয়নি। মানব বন্দন ও স্মারক লিপি উপস্থিত ছিলেন মুলাদী সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক শাহিন সরদার, মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন, সাধারণ সম্পাদক এইচ.এম. জুয়েল, মুলাদী প্রেসক্লাব দপ্তর সম্পাদক জুয়েল হাওলাদার, সাংবাদিক হাচান হাওলাদার, চ্যানেল এস মুলাদী প্রতিনিধি সাংবাদিক লিটন তালুকদার, সাংবাদিক বয়াতী ফারুক, মুলাদী উপজেলা সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক জাফর মল্লিক, সহ-সভাপতি শাহিন বেপারী, সাংবাদিক এক্য পরিষদ এর সাধারণ সম্পাদক এনায়েত খান রিমন,সাংবাদিক আমিনুল ইসলাম, ঘটনার ভিকটিম সাংবাদিক রেজা হাওলাদার, সাংবাদিক খান ইমরান, সাংবাদিক খান সোলায়মান, সাংবাদিক রাকিব হোসেন সহ প্রমুখ। সকল সাংবাদিক বৃন্দ দ্রুত ঘটনার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।