প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২০ , ৪:২৬:৫৯ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক সিঙ্গাপুর :-
প্রবাসী বাংলাদেশীদের জন্য সিঙ্গাপুর সরকারের আজকের পদক্ষেপ নিয়ে সিঙ্গাপুর যুবলীগ নেতা আবেগ ঘন স্টাটাস ।
সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ না দিয়ে পারছিনা, আগের ঘোষণা অনুযায়ী, মাসিক বেতন, ও হাতে হাতে খাবার পৌঁছে দিচ্ছে, আজকে নতুন করে সকলের হাতে হাতে, Digital thermometer, and, hand’s sanitiser সকলের হাতে হাতে পৌছে দিয়ে গেল ।
বাংলাদেশে থাকলে হয়তো, এই সকল সুবিধা গুলোর কথা চিন্তাই করতে পারতাম না। তবুও নিজের জন্মভূমি বাংলাদেশকে প্রচন্ড ভালোবাসি, আল্লাহপাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের দেশের প্রত্যেকটা মুসলমান ভাই বোনদের কে, এই করোনা নামক মহামারীর থেকে, হেফাজত করেন ।