প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ১১:০৬:০৯ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিলেন মেয়ে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ১৩নং ওয়ার্ড দক্ষিণ আলেকান্দা কাজী পারার মরহুম আব্দুল হাসেম গাজীর স্ত্রী রিজিয়া বেগমের সেজ মেয়ে উম্মে সালমা লাবনি ১৩নং ওয়ার্ডে নিজে জমি ক্রয় করে একতলা বিশিষ্ট একটি ভবন তৈরি করে তার মাকে থাকতে দেয়। লাবনি বর্তমানে কানাডা প্রবাসী। রিজিয়া বেগমের বড় মেয়ে দেলোয়ারা বেগম (হালিমা) দীর্ঘদিন ধরে সেই জমি দখলের পায়তরা করে আসছিলো। এছাড়া ওই ভবনে নির্মানের কোন কাজ শুরু করা হলে তাতে কয়েকবার বাঁধা প্রদান করেছে এবং ভাড়া করা লোকজন নিয়ে বাড়িতে হামলা করে ও মারধর করে। সর্বশেষ গত ৩১ ডিসেম্বর দেলোয়ারা বেগম হালিমা তার মা রিজিয়া বেগমকে মারধর করে গলা ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বেড় করে দেয়। রিজিয়া বেগম জানায়, জমি দখল করার জন্য আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে বড় মেয়ে দেলোয়ারা, আমাকে মেরে ফেলারও হুমকি দিয়েছে আর আমার বাকি ৪সন্তাকে মেরে ফেলা ও মিথ্যা মামলার হুমকি দিয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চাই। অভিযুক্ত দেলোয়ারা বেগম (হালিমা) ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষিকা বলে পারিবারিক সূত্র নিশ্চিত করা হয়।