প্রতিনিধি ১ মে ২০২০ , ৩:৫৭:৫৩ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক :
বরিশাল এয়ারপোর্ট থানাধীন কাশিপুর লাকুটিয়ায় পৈত্তিক জমিতে অবৈধ্য বাভে জোর পূর্বক ঘড় নির্মানে বাধা দেওয়ায় একই পরিবারের ৪জন সহ আরো ৬/৭ জনের উপর সন্ত্রাসী কতৃক হামলার অভিযোগ পাওয়া গেছে। যার ফলে ঐ পরিবার ৪জন সকলেই গুরুতর আহত হয়েছে বলে জানাযায়। হামলার শিকার হওয়া পরিবারের অভিযোগ সূত্রে জানাযায়- গত বৃহস্পতিবার বিকালে লাকুটিয়া বাজারে বসে লাকুটিয়ার চাদঁপাশা ইউনিয়নের বকশির চর গ্রামের সেকান্দার আলী হাওলাদারের দুই ছেলে ইব্রাহিম, সবুজ, মৃত মোশারেফ শিকদারের ছেলে মিলন হোসেন ও ফারুখের উপর স্থানীয় ৪নং ওয়ার্ডের মেম্বর সুমন মীর ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ওয়াসীম খাঁ’য়ের নেতৃত্বে ও আমজেদ হাওলাদারের ছেলে মজিবর, শাজাহান ফকিরের ছেলে মিলন ফকির, নবী খাঁ’য়ের ফজলে খাঁ, ফজলে খাঁ’য়ের দুই ছেলে সোহেল খাঁ ও রাজিব খাঁ, মৃত আইউব আলী হাওলাদারের ৪ ছেলে মিরাজ, শাওন, নয়ন, সুজন সহ আর ১০/১২ সন্ত্রাসীদের সহোযগীতায় অতকৃত বাভে লাঠিসোটা, রড ও দাড়ালো বগি দা’দিয়ে হামলা চালানো হয় । যাতে গুরুতর অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্বার করে ইব্রাহিম ও মিলন’কে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তী করান এবং মিলন হোসেন’য়ের অবস্থা খাারাপ দেখে তাকে ঢাকা পাঠানো হয়। বাকিদের’কে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানাযায়। এদিকে হামলায় আহতর পরিবারের দাবী অতি দ্রুত যেন সন্ত্রাসীদের’কে আইনের আওতায় এনে বিচার করা হয়।