দেশজুড়ে

১২ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছাল ঝালকাঠিতে

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২১ , ১১:১৪:১৯ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠিতে পৌঁছাল ১২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভ্যাকসিন পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

তিনি বলেন, ১৯ হাজার ডোজ ভ্যাকসিন চেয়ে চাহিদাপত্র পাঠালেও প্রাথমিকভাবে বরাদ্দ এসেছে ১২শ’ পিস ভায়াল। প্রত্যেক ভায়ালে ১০ ডোজ ভ্যকসিন রয়েছে।

সিভিল সার্জন আরও জানান, এ জেলায় ১৫ ক্যাটাগরীর মানুষ অগ্রাধিকার ভিত্তিতে ডোজ পাবে। আগামী ৭ ফেব্রুয়ারি প্রথম ধাপে ঝালকাঠিতে আনুষ্ঠানিক ভাবে মানবদেহে এ ডোজ পুশ করা হবে। চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগে সংশ্লিষ্ট করোনাকালে সম্মুখযোদ্ধারা প্রথমে এ ভ্যাকসিন পাবেন। পরে সরকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যরা পাবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন পর্যায়ক্রমে আসতে থাকবে এবং সবাই পাবে। সিভিল সার্জন কার্যালয়ের স্টোররুমে ভ্যাকসিন সুরক্ষিত রাখতে ফ্রিজিং ব্যবস্থায় সংরক্ষণ করা হয় বলে জানান তিনি।

এসময় ভ্যাকসিন গ্রহণকালে জেলা প্রসাশক মো. জোহর আলী, সিভিল সার্জন রতন কুমার ঢালী, আমির হোসেন আমু এমপি’র একান্ত সচীব ফকরুল মজিদ কিরন, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content