প্রতিনিধি ৯ মার্চ ২০২১ , ৫:৩৭:২৪ প্রিন্ট সংস্করণ
যশোরঃ যশোর অভয়নগরে নুর আলী শেখ(৫০) ইউপি সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।নিহত নুর আলী শেখ উপজেলার শুভরাড়া গ্রামের আসিফ আলী শেখের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে,৭মার্চ রবিবার উপজেলার অনুষ্ঠান শেষ করে শুভরাঢ়া বাবুর হাটের দলীয় কার্যালয়ের কাজ শেষ করে আনুমানিক রাত প্রায় ৮ ঘটিকার সময় বাড়ির উদ্দেশ্যে মন্দির নামকস্থানে পৌঁছালে ওৎ পেতে থাকা দূর্বৃওরা মোটরসাইকেল গতিরোধ করে পিছনে থাকা নুর আলী শেখকে দূর্বৃত্তরা পিছন থেকে মাথার পিছনে গুলি ছোড়ে।ছোড়া গুলিতে মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে যেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ সময় তার ছোট সন্তান ইব্রাহিম শেখ (১৮)পায়ে ২টি ও হাতের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।নিহত নুর আলী ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ছিলেন।আহত ইব্রাহিমকে(১৬) এলাকাবাসী উদ্ধার করে প্রথমে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।উন্নত চিকিৎসার জন্য ঐ রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থলে অভয়নগর থানার ওসি(তদন্ত) মিলন কুমার মন্ডল ও বাসুয়াড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ইকবাল মাহমুদ মুঠোফোনে জানান,রবিবার ৭মার্চ অভয়নগর উপজেলা আনন্দ উদযাপন অনুষ্ঠান শেষে রাত ৮ ঘটিকার সময় মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন ইউপি সদস্য নুর আলী শেখ ও তার ছেলে ইব্রাহিম শেখ।ঐ সময় মোটরসাইকেল চালক ছিলো ছেলে ইব্রাহিম শেখ।শুভরাড়া বাবুর হাট বাজার সংলগ্ন মন্দিরের নিকট পৌঁছনো মাত্র ওৎ পেতে থাকা অজ্ঞাত দূর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি ছোড়ে।এ সময় ছোড়া গুলিতে নুর আলী শেখের মাথার খুলি উড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।নুর আলী শেখের ছেলে মোটরসাইকেল চালক ইব্রাহিমের পায়ে গুলি লাগে।ইব্রাহিমকে হাসপাতালে ভর্তির জন্য প্রেরন করা হয়েছে।মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাজার ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে অনেকেই বাড়িতে চলে যান।এ ঘটনায় এলাকায় শোখের ছায়া নেমে আসে।ঐএলাকায় এক সপ্তাহ আগে সালমা নামে এক গৃহবধুকে মুখে বিষ ঢালা শ্বাসরোধ করাসহ গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।গত মাসে একই এলাকায় দূর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এলাকার মানুষ বর্তমানে ভীত সন্ত্রস্থর মধ্যে রয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন,খুব কাছ থেকে নুর আলীকে গুলি করা হয়েছে।আহত গুলিবিদ্ধ নিহতের ছেলে ইব্রাহিম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।আজ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।এ রিপোর্ট লেখা পযর্ন্ত অভয়নগর থানায় মামলা হয়নি।