Uncategorized

করোনা ইউনিটে বরিশাল নগরীর বেলতলার এক বাসিন্দার মৃত্যু

  প্রতিনিধি ১৪ জুন ২০২০ , ৬:১৪:০৫ প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া ওই রোগীর বাড়ি নগরীর আমানতগঞ্জের বেলতলা এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, গত ১০ জুন করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছিলেন তার স্বজনরা।

 

রোববার সকাল থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। দুপুরে তার মৃত্যু হয়। ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছিল। তবে রিপোর্ট এখনও আসেনি।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ১৪ জুন দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

আরও খবর

Sponsered content