প্রতিনিধি ১৭ জুন ২০২১ , ১২:১০:৪৪ প্রিন্ট সংস্করণ
প্রেস বিজ্ঞপ্তিঃ আজ জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস এর যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন এর নেতৃত্বে বরিশাল মহানগরের আমানতগঞ্জ এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্টে বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ও টেস্টিং আইন ২০১৮ এর ২৭ ধারায় মেসার্স আরব বেকারির স্বত্ত্বাধিকারী মোঃ আল আমিনকে ২৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস, বরিশাল এর পক্ষে অংশগ্রহণ করেন নিখিল রায়, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)। জনস্বার্থে বিএসটিআই, বরিশাল এর এই অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।