Uncategorized

মুলাদীর কাজির ইউনিয়নে জেলেদের এপ্রিল ও মে মাসের চাল বিতরন

  প্রতিনিধি ৫ মে ২০২০ , ৯:৫৬:৫৩ প্রিন্ট সংস্করণ

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ২৩১ জন জেলেদের মাঝে এপ্রিল ও মে মাসের ৮০ কেজি করে এবং করোনা ভাইরাসের কারণে সামাজিক নিরাপত্তা বজায় রেখে এবং মাহে রমজানের পবিত্রা রক্ষা করে চাল বিতরন করেছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মন্টু বিশ্বাসন। আজ ৫ মে মঙ্গল বার  সকাল ৯ টায় কাজিরচর ইউনিয়ন পরিষদ চত্তরে ৮০ কেজি করে ২৩১ জন জেলেদের  সরকারের বরাদ্ধ কৃত ৩০ কেজি ওজনের ৮টি চালের বস্তা ২৪০ কেজি ৩ জন জেলেকে এক সাথে করে বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত  ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা  ও ট্যাগ অফিসার  মিজান খান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মহিউদ্দিন সহ সকল সদস্যগন। এসময় ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মন্টু বিশ্বাস বলেন এই চাল জেলেদের, আমরা একসাথে ৩জনকে ৮ বস্তা করে দিয়েছি, জেলেরা তাদের চাল সমহারে নিজেরাই বন্টন করিয়া নিবে, আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, সরকারের সকল বরাদ্ধ আপনারা পাবেন,  যে কোন প্রয়োজনে আমাকে জানাবেন। মধ্যবিত্তরাও আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, কেউ নদীতে মাছ ধরতে যাবেন না। বিনা প্রয়োজনে বাসা থেকে বাহির হবেন না।

আরও খবর

Sponsered content