Uncategorized

খুলনা বিভাগে মৃত্যুর মিছিল

  প্রতিনিধি ২০ জুন ২০২১ , ১০:৫৯:৫৮ প্রিন্ট সংস্করণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- খুলনা বিভাগে একদিন পর আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ২২ জন।

এরমধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা ও কুষ্টিয়ায় উপসর্গ নিয়ে আরো দুইজনের মারা গেছেন। একই সময়ে বিভাগে ৬২৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

সুস্থ হয়েছেন আরও ১৯২ জন। দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন। ২২ জনের মধ্যে কুষ্টিয়ায় ৭জন, খুলনা ৩ জন, সাতক্ষীরায় ৪, যশোরে ৩ , চুয়াডাঙ্গায় ২, মেহেরপুরে ২ ও ঝিনাইদহে একজন মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়। শুক্রবার বিভাগে মৃত্যু হয়েছিলো ৮ জনের। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে করোানা শনাক্ত হয়েছে ৬২৫ জন। এরমধ্যে সর্বোচ্চ যশোরে ১৬৩,খুলনায় ১৪৯ এবং কুুস্টিয়ায় ১১২ জন।

আরও খবর

Sponsered content