দেশজুড়ে

বিএম কলেজে বহিরাগত প্রবেশ- ইভটিজিং ও মাদক সেবন করলেই আইনগত ব্যবস্থা

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৪ , ২:৩৮:১৮ প্রিন্ট সংস্করণ

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম) ক্যাম্পাসে পাঠদান চলাকালিন সময়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে মাদক সেবন ও ইভটিজিং করলেই আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষনাও দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

 

 

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সরকারি ব্রজমোহন কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যাক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল নির্দেশনার বিষয়ে জানা যায়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়- ক্যাম্পাসে পাঠদান চলাকালিন সময়ে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও কলেজ স্টাফ ব্যাতিত বহিরাগত কাউকে ঢুকতে হলে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি। এছাড়াও কলেজ ক্যাম্পাসের ভিতরে শিক্ষার্থী বা বহিরাগতরা মাদক সেবন ও ইভটিজিং করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- মাদক সেবন ও ইভটিজিং এর সাথে জড়িতরা যদি কলেজের শিক্ষর্থীও হয়ে থাকলে তাহলে তার দায়ভার কলেজ কর্তৃপক্ষ নিবে না।

 

 

সরকারি ব্রজমোহন কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরও খবর

Sponsered content