প্রতিনিধি ৩ নভেম্বর ২০১৯ , ১:৫২:১০ প্রিন্ট সংস্করণ
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লায় শনিবার মধ্যরাতে ঈদুর মারা ফাঁদে বিদ্যুৎপিষ্ট হয়ে নাজমুল সিকদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করেছে। সে ওই মহল্লার ছরোয়ার সিকদারের পুত্র।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, কাসেমাবাদ মহল্লার কৃষক আজাহার বেপারী তার ধান ক্ষেতে বিদ্যুৎতের লাইন দিয়ে ঈদুর মারার ফাঁদ পাতে। নাজমুল সিকদার (২৫) রাত সাড়ে ১১টার দিকে বাড়ি যাওয়ার সময় পিষ্ট হয়। পুলিশ খবর পেয়ে ওই রাতেই লাশ উদ্ধার করে। এ ঘটনায় মডেল থানায় অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।