প্রতিনিধি ২২ আগস্ট ২০২৪ , ২:২৬:৫৯ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক॥ বেআইনি জনতায় বরিশাল ক্লাবে অনধিকার প্রবেশের মাধ্যমে হামলা চালিয়ে ভাঙচুর করে এক কোটি ৫০ লাখ টাকার ক্ষতিসাধন ও নগদ ১০ লাখসহ দুই কোটি টাকার মালামাল লুটের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার ১৬ দিন পর ২০ আগস্ট দিবাগত রাতে অজ্ঞাতনামা এক হাজার জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন বরিশাল ক্লাবের সম্পাদক মজুমদার হাসান জাকারিয়া মান্না।
মামলার এজাহারে দাবি করা হয়েছে, কমিউনিটি হল, গার্ডরুম, কাফেটেরিয়া, শওকত হোসেন হিরণ গেস্ট হাউজ, বার, কনভেনশন হল, টেনিস প্লে গ্রাউন্ড, বিলিয়ার্ড ও জিমে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিক্ষুব্ধ মানুষ অন্যান্য স্থাপনার পাশাপাশি বরিশাল ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।