Uncategorized

৩৫ পরিবারের ভাড়া মওকুফ, খোরাকিও দিলেন বাড়িওয়ালা

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২০ , ৪:২৪:১৩ প্রিন্ট সংস্করণ

ফেনী:
করোনা ভাইরাসের বিস্তার রোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। লোক সমাগম না থাকায় অনেক খেটে খাওয়া মানুষ হয়ে পড়েছেন বেকার। অনেকের ঘরেই দেখা দিয়েছে খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে ফেনীর এক বাড়িওয়ালা ঘর ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং ভাড়াটিয়াদের খোরাকির জন্যও দু’ হাজার টাকা করে দিচ্ছেন।

ফেনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রসুল ভূঁঞা নিজের একটি স্থাপনায় বসবাসরত ৩৫ পরিবারের চলতি মাসের ভাড়া মওকুফ করছেন। তিনি বলেন, ‘পশ্চিম উকিলপাড়ায় আমার ঘরগুলোর মাসিক ভাড়া চার থেকে আট হাজার টাকা। এরা প্রত্যেকেই ফেনী বড় বাজারে শ্রমিকের কাজ করে। বাজার বন্ধ তাই আয়ও বন্ধ। এমন পরিস্থিতিতে তাদের চলতি মাসের ভাড়া লাগবে না বলে জানিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘৩৫ পরিবারের মধ্যে কিছু পরিবার দৈনিক আয়ের ওপর নির্ভরশীল। এমন পরিবারগুলোকে দু’ হাজার টাকা করে দিয়েছি যেন ঘরে রান্না হয়। গত সাতদিন ধরে পরিবারগুলোকে নিজ ঘরে থাকতে থাকতে বলা হয়েছে। আরও যতদিন সরকারি নির্দেশনা থাকবে ততদিন যেন তারা কেউ অযথা বা কাজের খোঁজে বাইরে না যায় তা পর্যবেক্ষণ করছি।’

আরও খবর

Sponsered content