প্রতিনিধি ১ এপ্রিল ২০২০ , ৯:১৫:৫৭ প্রিন্ট সংস্করণ
বরিশাল অফিস :-
করোনা বিষয়ক পরামর্শের জন্য বরিশাল জেলার ২১টি প্রতিষ্ঠানে হটলাইন চালু করেছে। এখন পর্যন্ত সবগুলো হটলাইন সরকারি প্রতিষ্ঠান চালু করলেও কোন বেসরকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে দেখা যায়নি।
আজ বুধবাব (১ এপ্রিল) মুঠোফােনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ারা হোসেন।
সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়ে সিভিল সার্জন আরো জানান, দেশে করোনার বর্তমান পরিস্থিতিতে কেউ ঘরের বাইরে বের হবেন না। যদি জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হয়, তাহলে অন্যদের চেয়ে এক মিটার বা সাড়ে তিন ফুট বা আড়াই হাত দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। জ্বর, সর্দি, কাশির রোগীরা হাসপাতালে না এসে বাড়ির একটি ঘরে অবস্থান করুন। বাইরে বের হবেন না। যদি বাইরে যেতেই হয়, তাহলে মেডি্ক্যাল/সার্জিক্যাল মাস্ক পরে বের হবেন। সে ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন।
এছাড়া বাইরে থেকে বাড়িতে এসে সাবান দিয়ে ভালোভাবে গোসল করে এবং পরিধানের কাপড়গুলো ডিটারজেন্টে ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখে পরিষ্কার করারও পরামর্শ দেন তিনি।
জ্বর, সর্দি ও কাশির রোগীদের জন্য বরিশালের ১০ উপজেলায় নয়টি, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাতটি ও জেনারেল হাসপাতালে পাঁচটি হটলাইনসহ মোট ২১টি হটলাইন নম্বরে যোগাযোগ করে পরামর্শ নিতে হবে।
হটলাইন নম্বরগুলো:
আগৈলঝাড়ায়-01730-324408 ,
গৌরনদীতে- 01730-324412,
বাবুগঞ্জে-01730-324409,
মুলাদীতে- 01730-324415,
হিজলায়- 01730-324413
মেহেন্দীগঞ্জে- 01730-324414,
বাকেরগঞ্জে-01730-324410,
বানারীপাড়ায় 01730-324411,
উজিরপুরে- 01730-324416,
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে-, 01816-492635,
01811-410795,01722-717188,
01766-270680,01725-379754,
01711-231189,01728-558196
বরিশাল জেনারেল হাসপাতালে
01730-324760,01715-005533,
01748-727264,01712638974,
01739-038515
অথবা ১৬২৬৩ বা ৩৩৩ বা ৯৯৯ নম্বরগুলোতেও যোগাযোগ করুন৷