প্রতিনিধি ২৩ জুলাই ২০১৯ , ৩:৪৬:১৫ প্রিন্ট সংস্করণ
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে শুরু হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি। ২৩ জুলাই সকাল ১১ ঘটিকায় বিশ্ব বিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান আম এবং কাঠালের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন। বৃক্ষরোপন কমিটির আহবায়ক উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর ড. সুব্রত কুমার দাসের তত্ত্বাবধায়নে সম্পন্ন কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ, ছাত্র উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৫০টি আম ও ৫০ টি কাঠালের চারা রোপন করা হয়। উল্লেখ্য চলতি বছরেই আরও দুদফায় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন করা হয়েছে।