প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ১:০৩:১২ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক :-
সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের মহামারীতে স্থবির। প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার সবাইকে বাড়ি থেকে বাইরে না বের হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে প্রতিদিন দায়িত্বশীল সেবা দিয়ে যাচ্ছে ডাক্তার, সাংবাদিক , পুলিশ সহ স্বাস্থ্যকর্মীরা। অসুস্থ রোগীর পর্যবেক্ষণ থেকে জানাযা দাফন পর্যন্ত সব দায়িত্ব পালন করছে পুলিশ । এরই ধারাবাহিকতায় আজ ২১ এপ্রিল বিএমপি কাউনিয়া থানায় কর্মরত পুলিশ সদস্যদের মহামারী করোনা ( কোভিড-১৯) ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে ব্যক্তি সুরক্ষার ও ব্যক্তি সচেতনতার বিষয়প প্রয়োজনীয় সচেতনতামূলক পরামর্শ প্রদানসহ পিপিই (Personal protective equipment) এর ব্যবহার বিধি/পরিধান পদ্ধতি প্রশিক্ষণ প্রদান করেন বিএমপি, বরিশালের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ। এ সময় তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি দায়িত্ব নিষ্ঠার সহিত পালনের পরামর্শ প্রদান করেন। উক্ত সচেতনতামূলক ও প্রশিক্ষন সভায় অন্যান্য পুলিশ অফিসারদের মধ্যে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম ও পুলিশ পরিদর্শক (অপারেশন) হিরম্ময় সরকার উপস্থিত ছিলেন।