প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ১:৫৬:৪০ প্রিন্ট সংস্করণ
শেখ আরিফ :-
বর্তমান মহামারী করোনা ভাইরাসে থমকে আছে সারাবিশ্ব
। করোনার এমন অব্যহত থাবায় পৃথিবীর বিভিন্ন দেশের পাশাপাশি স্থবির সোনার বাংলাদেশ। এই বৈশ্বিক মহামারীর প্রকোপ এড়াতে প্রধানমন্ত্রী নিয়েছে নানা উদ্যোগ। ঘোষণা দিয়েছেন প্রনোদনা। প্রধানমন্ত্রীর এমন গৃহিত পদক্ষেপ বাস্তবায়ন ও দিক নির্দেশনায় এলাকার অসহায় মানুষের পরম বন্ধু হয়ে পাশে দাড়িয়েছে মেহেন্দিগঞ্জ ৮নং চরগোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সামছুল বাড়ি মনির।বৈশ্বিক এই মহামারীকে কেন্দ্র করে কিছু সংখ্যক অসাধু নাম মাত্র রাজনৈতিক আমলারা যেখানে জড়িয়ে পড়েছে অসহায় দুস্থ মানুষের বরাদ্দকৃত চাল চুরির মতো ঘৃনিত কর্মকাণ্ডে। সেখানে সরকারি বরাদ্দকৃত অসহায় জেলেদের ভিজিএফের চাল গত ২৪ এপ্রিল স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিতরণ করেন এই চেয়ারম্যান। উপজেলা মৎস্য অফিসার শিমুল রানীর উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ৭৬৪ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। শুধু তাই নয়, কর্মহীন অসহায় জনগনের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী এলাকার গরিব, দুঃখী, রিকশা অটো, ভ্যান চালক সহ হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন।যেখানে মরনব্যাধি করোনার আক্রান্তের পাশে থাকছেনা কেউ, এমনকি মৃত্যু ব্যক্তির লাশ নিতেও অনীহা প্রকাশ করছে স্বজনরা। সেই ভয়কে জয় করে বরিশালে প্রথম করোনা আক্রান্ত মেহেন্দিগঞ্জ উপজেলার ৮নং চরগোপালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের আবদুর রব মুন্সি করোনা আক্রান্ত পরিবারের বাড়িতে নিজে গিয়ে ত্রান পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান মনির। সচেতনতার অংশ হিসেবে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগীতার পাশাপাশি নিজ দায়িত্বশীলতার জায়গায় দাড়িয়ে নিরলস কাজ করে যাচ্ছেন এই জনপ্রতিনিধি।