Uncategorized

হেলাল মেম্বারের বিতর্কিত কর্মকান্ডে অতিষ্ঠ চরমোনাইবাসী

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০১৯ , ১১:১৯:১৬ প্রিন্ট সংস্করণ

বরিশাল অফিস :-
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হেলাল মেম্বারের বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায় কিছুদিন পুর্বে প্রতিবন্ধীদের নামে টাকা উত্তলোন করে তা হজম করে এই হেলাল মেম্বার, এনিয়ে দুদকেও লিখিত অভিযোগ করেন ভুক্তভোগিরা ও এলাকাবাসী।

বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা, ভিজিডি কার্ডের বাণিজ্য, নারী কেলেংকারী সকল অপকর্মে লিপ্ত থাকাই যেনে তার নেশা পেষা। তার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে বুখাইনগর বাজারে মানববন্ধন ও করে যুব সমাজ।

গত শনিবার (২৪-০৮-২০১৮) একই এলাকার ডিঙ্গামানিক কাঠেরপোলের বাসিন্দা করিমের মেয়ে সুমাইয়ার বাল্যবিবাহর আয়োজন করে এই হেলাল মেম্বার, পরে খবর পয়ে বরিশাল জেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবাহ বন্ধ করে দেয় এনিয়েও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

সার্বিক বিষয়ে হেলাল মেম্বারকে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেনি বরং দেখা করার প্রস্তাব দেন ও একাধিক ব্যক্তিকে দিয়ে তদবিরের দৌড়ঝাঁপ করেন হেলালা মেম্বার।

বিঃদ্রঃ পাঠক হেলাল মেম্বারের আরো ফিরিস্তি দেখতে চোখ রাখুন।

আরও খবর

Sponsered content