প্রতিনিধি ১৩ আগস্ট ২০২০ , ৩:৫৫:১৪ প্রিন্ট সংস্করণ
বাকেরগঞ্জ প্রতিবেদক॥
বাকেরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কলেজের জমি দখলের পায়তারা চালাচ্ছে ভূমিদস্যুরা। জানা যায়, বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের মৃত হাকিম খানের পুত্র মো. সহিদুল ইসলাম (কে.এম সহিদুল ইসলাম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ) নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান খোলেন। কলেজটি ২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি পেয়ে শিক্ষা কার্যক্রম অব্যহত আছে। কলেজ নির্মানের জন্য মো. সহিদুল ইসলাম ও তার তিন ভাই ৬৬ শতাংশ জমি কলেজে দান করেন যাহার মধ্যে ৩১২২, ৩১২৩, ৩১২০ দাগে কলেজের সম্পত্তি। ওই জমিতে কলেজের তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণাধীন বারান্দা ও মাঠ ভরাটকৃত সম্পত্তি জোর পূর্বক দখল করার পায়তারা চালাচ্ছে স্থানীয় ভূমিদস্যুরা। ভূমিদস্যুরা হলো- একই গ্রামের মৃত মহিম খাঁর পুত্র রাজ্জাক খাঁ, খবির খাঁ, রাজ্জাকের পুত্র খাইরুল। ভূমি দস্যুরা গত ৮ জুলাই সকাল ১০ টার দিকে ১০/১২ জন কিছু কামলা ও সন্ত্রাসী লোকজন নিয়ে কলেজের মধ্যে প্রবেশ করে কুড়াল দিয়ে গাছপালা কর্তনসহ নির্মাণাধীন ভবনের কাজে বাধাঁ সৃষ্টি ও কলেজের মাঠের জমি চাষ করতে আরম্ভ করে। কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বাঁধা দিলে তারা খুন জখমের ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করলে তারা শালিস মীমাংসার ব্যবস্থা করতে চাইলে ভূমিদস্যুরা শালীসে বসতে রাজি না হয়ে কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম ও তার পরিবারকে বিভিন্ন ধরণের গালিগালাছ ও প্রাণ নাশের হুমকি দিতে থাকে। ভূমিদস্যুদের দ্বারা যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকায় কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম বাদী হয়ে গত ২২ জুলাই মোকাম বরিশাল বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনকে আসামি করে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন (এম,পি কেস নং-৯১/২০২০ বাকেরগঞ্জ)। বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদেরকে আদালতের নির্দেশ নোটিশের মাধ্যমে অবহিত করেন যেকোন ধরনের চাষাবাদ করতে নিষেধ করেন। করোনা মহামারির কারণে দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার সুযোগে ওই ভূমি দস্যুরা আদালতের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পুনরায় কলেজের মধ্যে প্রবেশ করে কুড়াল দিয়ে গাছপালা কর্তনসহ নির্মাণাধীন ও কলেজের মাঠের জমি চাষ করতে আরম্ভ করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে সহিদুল ইসলামকে জানালে তিনি বিষয়টি বাকেরগঞ্জ থানায় অবহিত করেন। পরে বাকেরগঞ্জ থানার এ.এস.আই সোহেল রানা ও নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভূমিদস্যুদের কলেজের মাঠের জমি চাষ করতে দেখতে পান। এ বিষয়ে এ.এস.আই সোহেল রানা জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের কলেজের মাঠের জমি চাষ করতে দেখতে পেয়ে তাদেরকে চাষবাদ করতে নিষেধ ও শান্তিশৃংখলা বজয়া রাখার নির্দেশ দেন।