প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০১৯ , ১১:২৬:০৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক॥
টাকা হলেই হাতের নাগালে পৌঁছে যাচ্ছে গাজা ইয়াবা। মাদকের এ ভয়াবহ ছোবলে ধংস হচ্ছে যুবসমাজ। মাদকের নেশায় লন্ডভন্ড হচ্ছে নিন্মবিত্ত থেকে উচ্ছবিত্ত পরিবার।পুলিশ ও র্যাবের অভিযানে বেশ কয়েকজন রাঘব বোয়াল মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হলেও মাদক নির্মূল করা যাচ্ছেনা।ফলে ধংসের পথে যুব সমাজ।বরিশাল নগরীর নবগ্রাম রোডে অটো গ্রেজে বসে এই মরন নেশা ইয়াবা ব্যাবসা করে আসছে করিম।সন্ধা থেকে গভির রাত পর্যন্ত এ ব্যাবসা চালিয়ে আসছে করিম। পুলিশের চোঁখে ধুলো দিয়ে অটো গ্রেজের আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যাবসা চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে করিমের বিরুদ্ধে।করিম ২৩ নং ওয়ার্ড নবগ্রাম রোড এলাকার সরদার বাড়ির পোল এলাকার বাসিন্দা সে পেশায় একজন অটোমেকার।করিম সংরক্ষিত এক ওয়ার্ড কাউন্সিল’র আত্বীয় হওয়ার কারনে কেউ তার প্রতিবাদ করতে পারছে না ।সুত্র বলছে,ব্যাটারি চালিত অটো চালকদের মাধ্যমে ইয়াবা আদান-প্রদান করেন।মামুন নামে এক মেকার জানান,করিম ভাইকে অনেক নিষেধ করেছি,তিনি আমার কথা না শুনে আমাকে ধমক দেয়,এজন্য এখন আর কিছু বলিনা । তিনি আরো বলেন, প্রতিদিন দুপর দুইটা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত কাজের আড়ালে সে এই কাজ করে।সুচতুর করিম নিজ গ্রেজে সিসি ক্যমেরা লাগিয়ে রাখলেও গ্রেজের অপর পাশে বসে গাড়ির বিভিন্ন কাজ করে থাকেন । এ সময় মাদক নিয়ে আলোচনা করেন। গ্রেজের পাশে চা দোকানি বলেন,চা পান করতে আশা চালকদের এ কাজে নিয়োজিত করেছেন করিম ভাই।অটো চালকদের মাঝে যারা এসব কাজে লিপ্ত রয়েছেন তাদের গাড়ি খুব দ্রুত ঠিক করেদেন। সকল অভিযোগ অস্বিকার করে করিম বলেন,আমার ৫টা অটো গাড়ি আছে,আরো গাড়ি কেনার চিন্তায় রয়েছি। এ বিষয় কোতায়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বলেন,মাদক বিক্রির সাথে করিম জরিত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।