সকল বিভাগ

ভোলা পৌরসভায় নৌকার মাঝি মনির, চরফ্যাশনে মোরশেদ

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২১ , ৬:৫৪:৫৪ প্রিন্ট সংস্করণ

আকতারুল ইসলাম আকাশ,ভোলা॥ পঞ্চম ধাপে আসন্ন পৌরসভা নির্বাচনে ভোলা ও চরফ্যাশন পৌরসভার নৌকা প্রতীকের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার (৩০ জানুয়ারি) দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

মনোনীত প্রার্থীরা হলেন, ভোলা পৌরসভায় মোহাম্মদ মনিরুজ্জামান ও চরফ্যাশন পৌরসভায় মোঃ মোরশেদ। মনোনয়ন দেয়া মনিরুজ্জামান মনির ভোলা পৌরসভার বর্তমানে মেয়র পদে দায়িত্বে থাকলেও চরফ্যাশনের মোঃ মোরশেদ এই প্রথম মেয়র পদে অংশগ্রহণ করছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু প্রার্থীতা চূড়ান্তের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকেলে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীরা এই দুই মেয়র প্রার্থীকে নির্বাচিত করার পরই দলীয় ভাবে তাদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল।