Uncategorized

নগরীতে মধ্যরাতে চোরকে আটক করলো জনতা : ছবি তুলতে গেলে সাংবাদিককে বাঁধা

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২১ , ৭:৪৮:৫৭ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ বরিশাল নগরীতে এক ছিচকে চোরকে আটক করেছে স্থানীয় জনতা। আজ দিবাগত রাত ১টায় নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে চোরের উপদ্রব বেড়ে আসছিলো ১৬নং ওয়ার্ডের ব্রাউন কম্পাউন্ড, গোড়া চাঁদ দাস রোড, ইস্বর বসু রোড, সাহেবের গোরস্থান রোডে। সর্বশেষ ব্রাউন কম্পাউন্ড মসজিদ সংলগ্ন একটি বাসায় চুরি করতে আসলে স্থানীয়রা ধাওয়া করে ধরে ফেলে চোরটিকে। পরে স্থানীয়রা উত্তমাধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে চোরকে থানায় নিয়ে যায়।

এদিকে ঘটনাস্থলে সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে কোতয়ালী মডেল থানার এএসআই যুগলের বিরুদ্ধে।

দৈনিক আজকের তালাশ এর নিজস্ব প্রতিবেদক ফাইজুল ইসলাম জানায়, “ব্রাউন কম্পাউন্ডে চোর ধরার কথা শুনে ঘটনাস্থলে চলে যাই। গিয়ে দেখি স্থানীয় জনতা চোরকে বেধরক পেটাচ্ছেন, পরে স্থানীয় জনতার হাত থেকে চোরকে উদ্ধার করে থানায় খবর দেই আমরা কয়েকজন গণমাধ্যমকর্মীরা। আমি যখন চোরটির ছবি আমার ব্যবহৃত মোবাইলফোনে ক্যামেরাবন্দি করতেছিলাম তখন এএসআই যুগল আমাকে ছবি তুলতে বাঁধা দেয়। কেন ছবি তোলা যাবে না এটি জানতে চাইলে তিনি আমার উপর চটে যায়। একপর্যায়ে তিনি তার নেইমপ্লেট দেখিয়ে বলে আমার নাম ভালো করে দেখেন, পারলে কিছু কইরেন।”

আরও খবর

Sponsered content