প্রতিনিধি ২৮ মার্চ ২০২১ , ৫:১৮:০৯ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক॥ সাবেক মন্ত্রী কৃষককূলের নয়নের মনি শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের করেছেন বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি।
রবিবার (২৮মার্চ) বিসিক শিল্প মালিক সমিতির কার্যালয়ে বিকেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিসিক শিল্প মালিক সমিতি আহবায়ক ওয়ালিদ মোহাম্মাদ খান শাওনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারন সম্পাদক মীর হাবিবুর রহমান মিলন, আহবায়ক কমিটির সদস্য মো. আলমগীর হোসেন আলম, মোল্লা মাঈনউদ্দিন (খোকন), মো. আহসানুল কবির (সোহেল), মো. সোহেল আলম সহ অন্যান্যরা।
আলোচনা ও দোয়া মোনাজাত শেষে কেক কেটে শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী উদযাপন করেন বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি।