দেশজুড়ে

কুয়াকাটায় ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের পূর্ণবাসন ও সহায়তার দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১৮ জুন ২০২১ , ১০:২০:০৪ প্রিন্ট সংস্করণ

কুয়াকাটা প্রতিবেদক।। ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের অর্ধশতাধিক ক্ষুদ্র ও ট্যুরিজম ব্যবসায়ীদের পূণর্বাসন ও তাদের স্থাযী ব্যবসা কেন্দ্র করে দেয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বেলা ১১টায় কুয়াকাটা সৈকতের প্রধান সড়কে বেড়িবাঁধের বাইরের ক্ষতিগ্রস্থ্য ছিন্নমূল ব্যবসায়ীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুটকি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্বাস কাজীর সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ট্যুরিজম ব্যবসায়ী কে এম বাচ্চু প্রমুখ। শতাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশ নিয়ে তাদের ক্ষয়ক্ষতি নিরুপন করে ক্ষতিপূরণের দাবি জানান।

 

সভায় বক্তারা বলেন, ইয়াসের জলোচ্ছাসের তান্ডবে কুয়াকাটা সৈকতের অর্ধশতাধিক শুটকি, ঝিনুক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ক্ষতিগ্রস্থ্য হয়েছে। পর্যটন স্পট বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করা ব্যবসায়ীরা তাদের ছোট্র ঝুপড়িগুলো সরকারি জমিতে রেখে দেয়। কিন্তু গত বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন প্রায় ৩৬ টি ঝুপড়ি দোকান ভেঙ্গে দেয়।

 

ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন কর্মহীন থাকায় কুয়াকাটার দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় তাদের স্থাপনাগুলো ভেঙ্গে দেয়ায় আবার লোকসানের কবলে পড়েছে। তাই ব্যবসায়ীরা কুয়াকাটায় সরকারিভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের পূণর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।

আরও খবর

Sponsered content