Uncategorized

নির্বাচনী সহিংসতা : ঝালকাঠিতে আ.লীগ নেতাসহ আহত ৫

  প্রতিনিধি ২১ জুন ২০২১ , ২:১৮:৪৬ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি পৌর নির্বাচনের শেষ মুহূর্তে দুপক্ষের সংঘর্ষে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিলসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২১ জুন) বিকেলে পৌরসভার উদ্বোধন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে পৌরসভার নয় ওয়ার্ডের ২২ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৩টার দিকে কেন্দ্রের সামনে গিয়ে একটি পক্ষ ধীর গতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে উত্তেজিত হয়ে উঠলে সংঘর্ষ শুরু হয়। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টেবিল লাইট প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিলসহ পাঁচজন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে পৌর এলাকার ৬ নম্বর বাসন্ডা ওয়ার্ডের জেবিআই ইছানীল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে এক কাউন্সিলর প্রার্থীকে কেন্দ্র থেকে তাড়িয়ে দেয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভিতরে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও খবর

Sponsered content