Uncategorized

বঙ্গবন্ধু শতজন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করলেন বরিশালে’র সন্তান শুভ

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২০ , ৬:২৩:০৪ প্রিন্ট সংস্করণ

 

তালাশ প্রতিবেদকঃ

বঙ্গবন্ধু শতজন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্প মন্ত্রনালয় আওতাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় (প্রস্তাবিত বিষয়ঃ বঙ্গবন্ধু ও বাংলাদেশ) ২য় স্থান অর্জন করলেন বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেক্যানিক্যাল বিভাগের মেধাবী ছাত্র, দৈনিক বরিশাল সময় ও ক্রাইমসিন 24.কম এবং বরিশাল রিপোর্টাস ইউনিটির সদ্স্য মোঃআমিনুল ইসলাম শুভ। মঙ্গলবার (১৭ ই মার্চ) সকালে ঢাকা তেজগাঁও এ অবস্থিত বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে অনুষ্ঠিতব্য শতজন্ম বার্ষিকীর অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এম পি। বিটাক মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড.মোঃমফিজুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃআব্দুল হালিম সহ শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)এর কর্মকর্তা,কর্মচারী ও প্রশিক্ষনার্থীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও প্রশিনার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও খবর

Sponsered content