দেশজুড়ে

বরিশালে পরীক্ষা চলাকালিন সময় মা-হারা সাবা পেয়েছে গোল্ডেন এ+

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২২ , ১১:৪১:২০ প্রিন্ট সংস্করণ

চরফ্যাশন প্রতিনিধি ॥ সাবা রাজধানী ঢাকার সুনামধন্য ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ থেকে সদ্য প্রকাশিত এইচএসসি( সাইন্স) পরীক্ষা অংশ গ্রহণ করে গোল্ডেন এ+ পেয়েছেন।

তার পিতা চরফ্যাশন উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইয়েদুর রহমান স্বপন এবং মাতা মরহুমা কলি বেগম উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে কর্মরত ছিলেন।

সে এর আগে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন এ+ পেয়ে এসএসসি(সাইন্স) পাশ করেন।

উল্লেখ্য, পরীক্ষা চলাকালীন অবস্থায় ৪তম দিন সাবার মমতাময়ী মা কলি বেগম হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। পরীক্ষা শেষ করে মায়ের মরদেহ নিয়ে চরফ্যাশন ভদ্রপাড়াস্হ উপজেলা পরিষদ সংলগ্ন বাড়িতে আসেন।

ঈদগাঁ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করার পর সাবা মায়ের কবরস্থান দেখে আবার ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঢাকা ফিরে যান।

বাকী পরীক্ষাগুলো মা হারানো বেদনাকে ধৈর্যের সাথে মোকাবিলা করে আল্লাহর উপর ভরসা রেখে শেষ করেন। আজ প্রকাশিত ফলাফলে গোল্ডেন এ+ পেয়েছেন।

তিনি তার ফলাফলের বিষয় বলেন, আমার বাবার পাশাপাশি মা জীবিত থাকলে আজ আমার ফলাফল দেখে অনেক খুশি হতেন। তিনি তার মায়ের আত্নার শান্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

আরও খবর

Sponsered content