প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৩ , ৮:৪৬:১৭ প্রিন্ট সংস্করণ
এম.এস.আই লিমনঃ একদিনের সফরে বরিশালে এসেই পূর্বের দেয়া প্রতিশ্রুতি পালনের জন্য ছুটে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
গত মাসের সফরে বরিশালে এসে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক সভাপতি রেজাউল ইসলাম বাপ্পী’র পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন এর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করে বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড এর নিউ সার্কুলার রোডস্থ ফরেষ্টার বাড়ী মসজিদ গলি এলাকায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাতে যায়।সেসময় ওই এলাকার বৃদ্ধ অসুস্থ ব্যক্তি সোহাগ ও দুই পা বিহীন প্রতিবন্ধী ইউসুফ পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি কে দেখে ছুটে গিয়ে তাদের দুঃখ দূর্দশার কথা জানিয়ে সংসার পরিচালনার জন্য ব্যবস্থা করে দিতে সাহায্য সহযোগিতা চেয়ে অনুরোধ জানায়। প্রতিমন্ত্রী তাদের বিষয় শুনে তাদের জন্য ব্যবস্থা করে দেবার প্রতিশ্রুতি প্রদান করেন।
এরপর একদিনের জন্য বরিশাল সফরে এসেই তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুই ব্যক্তির জন্য দুটি নতুন রিক্সা প্রদান করেন। যাতে করে অক্ষম এই দুই ব্যক্তি রিক্সার ভাড়া থেকে নিজেদের সংসার খরচ চালাতে পারে।১৩ জানুয়ারি শুক্রবার সকালে এসে বরিশাল নগরীর ৩০ টি ওয়ার্ডে ৫ শ করে এবং সদর উপজেলার ১০ টি ইউনিয়নের প্রতিটিতে ১ হাজার করে কম্বল বিতরণ করে অনুষ্ঠানের উদ্ভোদন শেষে বরিশাল নগরীর ফরেস্টার বাড়ী জামে মসজিদ এ জুম্মার নামাজ আদায় করতে গেলে তাকে স্থানীয় মুসুল্লিগন সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও ইমাম মুয়াজ্জিন তাকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে স্বাগত জানায়।
এরপর তিনি মসজিদ উন্নয়নের জন্য দেড় লক্ষ টাকা প্রদান করেন।এরপর জুম্মার নামাজ আদায় করে স্থানীয় মুসুল্লিগন ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করে পূর্বের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বৃদ্ধ অক্ষম সোহাগ ও দু পা-বিহীন প্রতিবন্ধী ইউসুফ অক্ষম এই দুই জনকে তার ব্যক্তিগত তহবিল থেকে দুটি রিক্সা উপহার প্রদান করেন। এসময় উপহার হিসেবে রিক্সা দুটি পেয়ে আবেগ আপ্লূত হয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলে।এমন দৃশ্য স্বচক্ষে দেখে স্থানীয়রাও বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল, (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত স্থানীয় বরিশাল জজ কোর্টের একজন এ্যাডভোকেট বলেন, তার ৫৭ বছর বয়সে বরিশাল সহ দেশে অনেক জনপ্রতিনিধি নেতা, এমপি, মন্ত্রী, মেয়র, চেয়াম্যান দেখেছেন যারা কিনা ভোট পেতে প্রয়োজনে লোকদেখানো আয়োজন করে নানান প্রতিশ্রুতি দিয়ে থাকেন, যাকে স্থানীয় রাজনীতির ভাষায় নির্বাচনী ওয়াদা হিসেবেই প্রচলীত আছে। যা শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ বাস্তবায়নের কোন আলামত পাওয়া যায় না এসব নেতাদের । তবে এই প্রথম তিনি বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র প্রতিশ্রুতি অনুযায়ী কথা রাখার বিষয় টি নজির বিহীন ঘটনা বলেও জানান। তিনি আরো বলেন এমন জনপ্রতিনিধি, সুশিক্ষিত সামাজিক আদর্শবান নেতা, এমপি, মন্ত্রী, মেয়র এর মত গুরুত্বপূর্ন পদে দেশের সকল স্থানে থাকলে আজ আমাদের এই দেশ উন্নত দেশের মধ্যে অন্যতম শীর্ষক স্থানে থাকতো বলেও জানান। তার মত ব্যক্তিকে দলমত নির্বিশেষে দেশের এবং সাধারণ জনগনের কল্যানের জন্য আগামীতে পুনরায় তাদের রায় প্রকাশ্যে বলেই তার দেশের বিভিন্ন কাজের সফলতার বিষয় উপস্থাপন করে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সহ স্থানীয়রা।
স্থানীয় জনসাধারণের মুখে তার কাজের প্রশংসা ও গুনগান শুনে পানিসম্পদ প্রতিমন্ত্রী শুধু একটাই কথা বলেন তাদের উদ্দেশ্য করে, আজ উন্নয়ন শীল দেশের মধ্যে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে, দেশে টেকশই উন্নয়নে জনগনের ভাগ্য পরিবর্তন হচ্ছে দেশ বর্তমানে ডিজিটাল এবং আগামীর ভিশন স্মার্ট বাংলাদেশের আর এর প্রধান কারিগর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুপরিকল্পিত ভাবে উন্নয়নের ধারা অব্যাহৃত রেখে জনগণের পাশে থেকে জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার ফল।শেখ হাসিনার সরকার এর বিকল্প নেই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার। তিনি ছাড়া এদেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয় তাই সকলের নিকট অনুরোধ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি জানায় তার প্রশংসা কিংবা গুনগান গাইতে হবে না আজকের এই উন্নয়নশীল দেশের প্রধান কারিগর যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ, স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধ হওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করতে বলে তার নেতৃত্ব এই দেশটাকে সোনার বাংলার আগামির স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে তার হাতকে শক্তিশালী করতে নৌকার প্রার্থীকে তাদের সমর্থন দিয়ে ভোট দিয়ে উন্নয়নশীল দেশের একজন সুনাগরিকের দায়িত্ব পালন করতে আহবান জানান তিনি।
রিক্সা বিতরণকালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার সদস্য ও বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক বিসিসি’র সাবেক প্যানেল মেয়র মোঃনিজামুল ইসলাম নিজাম,বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম দীপু, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক সভাপতি রেজাউল ইসলাম বাপ্পী,ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ, বরিশাল কলেজ ছাত্রলীগ এর সভাপতি আল মামুন, বিএমকলেজ ছাত্র সংসদের সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর আল আহাদ সাঈদি, বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন,সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় মুসুল্লি ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ নেতা আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন জানান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ছাত্রলীগ নেতা বাপ্পীর পিতার মৃত্যুর সংবাদ শুনে গতমাসে শোকস্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাতে এসেছিলেন তখন প্রতিমন্ত্রীকে দেখে এই দুইজন অক্ষম হওয়ায় তার কাছে সাহায্য চেয়ে আবেদন করে এর প্রেক্ষিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। ঢাকা থেকে ১৩ জানুয়ারী বরিশালে এসেই তাদের দুজনকে দুটি রিকশা উপহার দিয়েছেন। রিকশা দুটি বিতরণকালে ভিন্ন এক চিত্র পরিলক্ষিত হয়। প্রতিমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করা এবং উপহার পেয়ে প্রতিবন্ধীর স্বজনেরা আবেগআপ্লূত হয়ে পরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অক্ষম অসুস্থ বৃদ্ধ ব্যক্তি ও দু পা-বিহীন প্রতিবন্ধী পরিবারের বরাত দিয়ে এই যুবলীগ নেতা আরও জানান, তাদের এর আগে একাধিক জনপ্রতিনিধি বিভিন্ন সময়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কেউই তা রক্ষা করেনি। তবে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি নির্বাচিত হওয়ার পর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই যে সকল প্রতিশ্রুতি প্রদান করেছেন তা তিনি নিজ উদ্যোগেই বাস্তবায়ন করেছেন। যদিও তিনি এসব প্রচারের জন্য করতে পছন্দ করেন না।নিরবেই তার দেয়া প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করে যাচ্ছেন তিনি।