প্রতিনিধি ১৪ মার্চ ২০২৩ , ৪:৪৬:৫১ প্রিন্ট সংস্করণ
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল জেলা কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা স্টেডিয়ামে এ কৃষি ঋণ মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে এবং বরিশাল জেলার সকল তফসিলী ও বিশেষায়িত ব্যাংক এর বাস্তবায়নে দিন ব্যাপি এ মেলা উৎসবে পরিনত হয়।
অগ্রণী ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক (বরিশাল সার্কেল) মোঃ গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল জেলা পরিচালক বিষ্ণুপদ কর। কৃষি ঋণ মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মুরাদুল হাসান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, সোনালী ব্যাংক পিএলপি এর বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র গোলদার, জনতা ব্যাংক লিমিটেড’র বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, রূপালী ব্যাংক লিমিটেড এর বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন রাজিব, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নূরুল আলম, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আঃ মান্নান মাস্টার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান ও সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম। জেলা কৃষি ঋণ মেলায় ডাচ বাংলা ব্যাংক, পুবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউসিসি ব্যাংক, ট্রাস্টি ব্যাংক, প্রিমিয়াম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোসাল ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, মেঘনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, স্টান্ডার্ট ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, বেসিক ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইস্টার্ন বাংক, উত্তরা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, এবি ব্যাংক, বাংলাদেশ ডেরভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, জনতা ব্যাংক, রুপালী ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক লিমিটেড সহ বিভিন্ন ব্যাংক অংশ গ্রহণ করেন।
এদিকে মুক্তিযোদ্ধের ও কৃষকদের কড়া রোদে বসানোর ব্যবস্থা করায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর কাছে সরাসরি প্রতিবাদ জানান। এসময় চেয়ারগুলো রোদ থেকে মেলার স্টলের মধ্যে সরিয়ে নেয়া হয়।