প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ৫:১৫:১৪ প্রিন্ট সংস্করণ
বরিশাল মেট্টো পলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার
মহোদয়ের বরাত দিয়ে তিনি আরও বলেন, নিজ নিজ বিট এলাকায় কে কি করে, ভালো
মন্দ এলাকায় অপরাধ দানাবাঁধার আগেই সু-নাগরীকগণের সহায়তায় তা দ্রুততম
সময়ে নিয়ন্ত্রণে আনতে হবে।
বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন শেষে সংশ্লিষ্ট বিট অফিসারের সরকারি মোবাইল
নম্বর সকলকে অবগত করা হয় এবং যে-কোন প্রয়োজনে গোপনে বা প্রকাশ্যে জানাতে
অনুরোধ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ জাকারিয়া
রহমান, সহকারী পুলিশ কমিশনার (এসি)কোতয়ালী মডেল থানা মোঃ রাসেল, কোতয়ালী
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম পিপিএম, কোতয়ালী মডেল থানার
অফিসার ইনচার্জ(অপারেশন) মোঃ মোজাম্মেল হোসেনসহ সংশ্লিষ্ট বিট অফিসার
সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ওয়ার্ডের সর্বস্তরের সুুশীল সমাজের
প্রতিনিধিগণ ।