Uncategorized

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই বিট পুলিশিং-ডিসি মোকতার হোসেন

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ৫:১৫:১৪ প্রিন্ট সংস্করণ

বরিশাল কোতয়ালী মডেল থানা এলাকায় ৩টি বিট পুলিশের কার্যালয়ের
উদ্ধোধন করা হয়েছে। আ ২২ সেপ্টেম্বর বিকেলে বরিশাল নগরী ১৩নং ওয়ার্ডে
১৭নং বিট, ১৪নং ওয়ার্ডে ১৯নং ও ২০ নং বিট। ১৯নং ওয়ার্ডে ৩৩নং বিট এর
উদ্ধোধন করা হয়। বিট পুলিশিং এর কার্যালয়ের উদ্ধোধন করেন বরিশাল
মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা।
এসময় তিনি বলেন, পৃথিবী আধুনিক হচ্ছে, আধুনিক পুলিশিং স্বার্থক করতেই বিট
পুলিশিং। নির্ভেজাল ও কাঙ্খিত সেবা দানের মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে
যাওয়াই  বিট পুলিশিং।বিট পুলিশিং এর কার্যালয় উদ্বোধনকালে তিনি বলেন,
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই বিট পুলিশিং। কোন অফিসারের বিরুদ্ধে
অসহযোগীতার অভিযোগ পেলে ছাড় দেয়া হবে না।

বরিশাল মেট্টো পলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার
মহোদয়ের বরাত দিয়ে তিনি আরও বলেন, নিজ নিজ বিট এলাকায় কে কি করে, ভালো
মন্দ এলাকায় অপরাধ দানাবাঁধার আগেই সু-নাগরীকগণের সহায়তায় তা দ্রুততম
সময়ে নিয়ন্ত্রণে আনতে হবে।

বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন শেষে সংশ্লিষ্ট বিট অফিসারের সরকারি মোবাইল
নম্বর সকলকে অবগত করা হয় এবং যে-কোন প্রয়োজনে গোপনে বা প্রকাশ্যে জানাতে
অনুরোধ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ জাকারিয়া
রহমান, সহকারী পুলিশ কমিশনার (এসি)কোতয়ালী মডেল থানা মোঃ রাসেল, কোতয়ালী
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম পিপিএম, কোতয়ালী মডেল থানার
অফিসার ইনচার্জ(অপারেশন) মোঃ মোজাম্মেল হোসেনসহ সংশ্লিষ্ট বিট অফিসার
সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ওয়ার্ডের সর্বস্তরের সুুশীল সমাজের
প্রতিনিধিগণ ।

আরও খবর

Sponsered content