সকল বিভাগ

গৌরনদীতে সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের

  প্রতিনিধি ৩১ মে ২০২১ , ৯:৪৮:২০ প্রিন্ট সংস্করণ

গৌরনদী প্রতিনিধি ।। বরিশালের গৌরনদীতে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে রেজাউল করিম (২৭) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বরিশাল সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত রেজাউল গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামের মৃত নুর ইসলাম হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আধুনা গ্রামে সহকর্মী আল-আমিনকে নিয়ে আধুনা গ্রামের কালীখোলা নামক স্থানে সাপ ধরতে যান সাপুড়ে রেজাউল। ওই স্থান থেকে দুইটি বিষাক্ত সাপ ধরেন সাপুড়ে রেজাউল।

এর মধ্যে একটি সাপ সহকর্মী আল-আমিনের কাছে দিয়ে আরেকটি নিজের কাছে রাখেন। নিজের কাছে রাখা বিষাক্ত সাপ রেজাউলকে কামড় দেয়।
সাপুড়ের পরিবারের সদস্যরা জানান, রেজাউলকে সাপে কামড় দেয়ার পরপরই চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। সেখানে (শেবাচিম) সাপের কামড়ের কোনো চিকিৎসা না পেয়ে সদর হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও খবর

Sponsered content