সকল বিভাগ

বিএমপি পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৩ , ১:৪৩:২৫ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অপরাধ পর্যালােচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সভাপতি বরিশাল মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার-ফোর্সদের সাথে মতবিনিময় করেন। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় তিনি বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বরিশাল নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি প্রো-একটিভ পুলিশিং এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) রুনা লায়লাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

আরও খবর

Sponsered content