প্রতিনিধি ২৪ মে ২০২৪ , ১২:৩৫:৪৫ প্রিন্ট সংস্করণ
সাহাদাত হোসেন ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কবির জোমাদ্দার ৩ টি মুল্যবান মেহগনি গাছ কেটে নিয়ে যায়। গাছ কাটার সময় স্থানীয় ইউপি সদস্য ছালাম ফরাজি বাধা দিলে তাকে নানা ভাবে হুমকি ধামকি সহ সন্মান হানির চেষ্টা করেন অভিযুক্ত কবির জোমাদ্দার।
এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য ছালাম ফরাজি বলেন, গাছ তিনটি খাশ জমিতে ছিলো। অবৈধ ভাবে কবির জোমাদ্দার গাছ কাটতে গেলে আমি বাধা দেই। তখন তারসাথে অনেক বাক বিতন্ডা হয়েছে। আমার কথা না সোনায় বন বিভাগে ফোন করে জানিয়েছি।
অভিযুক্ত কবির জোমাদ্দার বলেন- এ গাছ আমার রেকর্ডিয় জমিতে রোপন করেছিলাম। তাই আমি কেটেছি। এতে কার অনুমতি নেবো।
বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম বলেন, বন বিভাগের অনুমতি ছাড়া কোনো সরকারি গাছ কাটা যায় না। কিন্তু তিনি সেই নিয়ম মানেনি। আমরা রবিবার সরেজমিনে দেখবো।