প্রতিনিধি ১ অক্টোবর ২০২৪ , ৪:১৫:১৫ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥ মাদক ব্যবসায়ী বাবার দেয়া তালিকা ধরে কথায় কথায় ছুড়িকাঘাত করেন চিহ্নিত মাদকসেবী আলভী। বাবা সুমন ফকিরের দেয়া আদেশ পালন করতে গত ৩০ সেপ্টেম্বর বিকাল থেকে গভীর রাত অবধি ৫ জন কে এলোপাথারী কুপিয়ে জখম করে আলভী। অভিযুক্ত আলভী ও তার পরিবারের এমন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে নিজেদের রক্ষা করতে উপায় না পেয়ে এলাকাবাসীর গণপিটুনীতে বর্তমানে আলভী চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানী এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল ঐ এলাকার মোঃ সুমন ফকির। সবসময় নেশাগ্রস্ত থাকার কারনে এলাকাবাসী ও প্রশাসনের কাছে লোড সুমন হিসেবে বেশ পরিচিত এই ব্যক্তি। মাদক ব্যবসা ছাড়াও এলাকার চুরি ছিনতাইয়ের মত বড় বড় অপরাধের নেতৃত্ব দিয়ে থাকেন এই সুমন। তার এই আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ন্ত্রনে রাখতে সব থেকে বিশ্বস্ত সেকেন্ড ইন কমান্ড হিসেবে বেশ পরিচিত তারই ছেলে আলভী।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমনের মাদক ব্যবসা পরিচালনা করতে গিয়ে তার স্ত্রী ঝুমুর প্রশাসনের হাতে বেশ কিছু দিন আগে আটক হয়েছিল। সুমন ফকির ও তাদের পরিবারের দীর্ঘদিনের এমন কর্মকান্ডে এলাকাবাসী দিশেহারা হয়ে বেশ কয়েকবার মৌখিকভাবে নিষেধ করলেই এলাকার সাধারণ জনগণকে নানা ভয়ভীতি ও অকথ্য ভাষায় গালিগালি করে সুমন ফকির ও তার ছেলে আলভী।
তারই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর ৫ জনকে বেধরক কুপিয়ে জখম করার সূত্রপাত ঘটায় আলভী। এলাকাবাসীদের দেয়া তথ্য ও অনুসন্ধান সূত্রে জানা যায়, চরআবদানী এলাকার প্রকাশ্যে মাদক বেচাবিক্রিতে ব্যস্ত ছিল অভিযুক্ত আলভী। এসময় একই এলাকার মোঃ মানিকের ছেলে মোঃ রাকিব বাঁধা প্রদান করলে তাকে চাইনিজ সেভেন ফায়ার ছুড়ি দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে। এসময় রাকিবের মাথা, হাত, কোমড়, পিঠ, রান সহ শরীরের বিভিন্ন অংশ গুরুত্বর জখম হয়। এসময় রাকিবের ডাক চিৎকার শুনে তাকে বাঁচাতে তার এক আত্মীয় এগিয়ে আসলে তাকেও বেধরক মারধর করে আলভী।
ঘটনার বিষয়ে মৃত মোসলেম ঢালীর ছেলে আরিফ ঢালী আলভীর বাসায় জানতে গেলে তার উপরেও চড়াও হয়ে তাকেও ছুড়িকাঘাত করায় আরিফের পেটে গুরুত্বর জখম হয়। এদিকে ঘন্টাখানেক পরে একই এলাকার নূর ইসলামের ছেলে মোঃ রাকিব ইসলাম কে তার বাসার ছাদে ডেকে নিয়ে তাকেও একইভাবে ছুড়িকাঘাত করে জখম করে। মাদকসেবী আলভীর এমন কর্মকান্ডে দিশেহারা হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে আলভীর বাসায় গেলে পুনরায় একই এলাকার মোঃ আনিচ কে এলোপাথারী কুপিয়ে জখম করে আলভী। এতে আনিচের পেটের ভুড়ি বের হয়ে যায় এবং কিডনীতে গুরুত্বর জখম হয়।
আহতদের মধ্যে আনিচের অবস্থা খুবই আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আলভী ও তার পরিবারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।