প্রতিনিধি ২৩ জুন ২০২৪ , ৩:১৯:৪৬ প্রিন্ট সংস্করণ
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া বাজারে প্রকাশ্য দিবালোকে হিন্দু নারীকে মারধর করার মামলায় এখনো গ্রেফতার হয়নি কেউ। এমনকি এর দুদিন পর ঐ নারীর ঘরে আগুন দেয় দুবৃত্তরা। মালামাল পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ঘরে ঘুমিয়ে থাকা লোকজন। মামলা করার দায়ে উল্টো ভুক্তভোগী কনক রানীকে হুমকি ধামকি দিয়ে শাসাচ্ছে অভিযুক্ত দুলাল চৌকিদার।
এ বিষয়ে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে মামলা নং ৩৪৮/২৪ইং।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মে সন্ধ্যার দিকে বাদলপাড়া বাজারে দুলাল হালদারের দোকানে সদাই নিতে আসেন কনক রানী। টাকা দেওয়ার পরেও দুলাল বাকবিতন্ডা করলে পাশের দোকানে থাকা চৌকিদার বাড়ির মৃত রুস্তুম এর ছেলে দুলাল চৌকাদারের নেতৃত্বে কয়েকজন মিলে কনক রানীকে মারধর শুরু করে। একজন হিন্দু নারীকে প্রকাশ্যে বাজারে পিটিয়ে আহত করে এসব দুবৃত্তরা। উপায়ান্তর না পেয়ে কোন রকম দৌড়ে প্রাণ নিয়ে বাচেন কনক রানী। এরপর স্থানীয়দের দ্বারে দ্বারে বিচারের জন্য ঘুরলে এতে হামলাকারীরা আরো ক্ষিপ্ত হয়ে ২২ মে রাতে কনক রানীর পাকের ঘরে আগুন দেয়। এতে তার মালামাল পুড়লেও টের পাওয়ায় তার উঠে আগুন নেভায়। এতে ঘরে থাকা লোকজন প্রাণে বেচে যায়। অভিযোগ রয়েছে আগুন দেওয়ার ঘটনায় নেতৃত্ব দেয় দুলাল চৌকিদার।
স্থানীয় পুলিশ ফাড়িকে ম্যানেজ করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে দুলাল চৌকিদার। কাস্টমারকে বাকি দিয়ে টাকা বাড়িয়ে লেখা, এলাকায় চড়া সুদে টাকা লাগানো, ফায়ার লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি করা, বিকাশের মাধ্যমে প্রতারণা করা, স্থানীয় নানা অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে দুলাল চৌকিদারের বিরূদ্ধে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ওরা একটি সংঘবদ্ধ চক্র। ওদের বিরূদ্ধে কথা বললেই বিপদ। তাই কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা।
পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।