Uncategorized

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া! মেয়রের অনুদান খেল ওয়ার্ড আঃলীগ নেতারা

  প্রতিনিধি ১১ মার্চ ২০২০ , ১০:৫৪:০৫ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ

বরিশাল নগরীর ১৫ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হওয়া অসহায় দুঃস্থদের মানবিক দৃষ্টিকোন থেকে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র দেয়া অনুদান স্থানীয় কতিপয় আঃলীগ নেতারা ভূক্তভোগীদের বঞ্চিত রেখে নিজেরাই আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। গত ২ মার্চ বরিশাল নগরীর ১৫ নং ওয়ার্ডে বটতলা আলেকান্দা পুলিশ ফাঁড়ির সামনে শরীফ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। ১৭ টি পরিবার এতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। তাদের সাঁজানো সংসার পুড়ে ছাই হওয়াতে তারা সরকারি নব আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে আশ্রয় নেয়। বিভিন্ন অনুদান আর আর্থিক ভাবে সাহায্য করে বিত্তবান সহ বিভিন্ন সমাজ সেবক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে সর্বস্ব হারানোর গরীবদের দেয়া বিভিন্ন অনুদান ওয়ার্ড আঃলীগের সভাপতির নেতৃত্বে স্থানীয় কতিপয়দের থাবায় অনুদানের টাকার তিন ভাগের একভাগই তাদের পকেটে পুরে নেবার অভিযোগ করে ভূক্তভোগী বঞ্চিত পরিবাররা। সম্প্রতি জামায়াত ইসলাম রাজনৈতিক দলের নেতা মোয়াজ্জেম হোসেন হেলাল ক্ষতিগ্রস্ত পরিবারদের ৫ হাজার টাকা করে দিতে চাইলে তা ওয়ার্ড আঃলীগ সভাপতি নিজে তার হাত থেকে টাকা নিয়ে বন্টন করে দেয়৷ এতে করে ভূক্তভোগী প্রায় ৩/৪ পরিবারই জামাতের নেতার দেয়া ৫ হাজার টাকা করে সহয়তার অর্থ প্রাপ্তি থেকে হয়েছে বঞ্চিত। তারা অভিযোগ করে সাবেক প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের সাক্ষর জালিয়াতি করে ওয়ার্ড আঃলীগের সম্পাদক বনে থাকা কবীর নামক বর্তমান ১৫ নং ওয়ার্ড আঃলীগ সভাপতি হয়েই বিভিন্ন সময়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র একান্ত ঘনিষ্ঠ সহচর পরিচয়ে তার নাম ব্যবহার করে নানান ভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে তার আঙুল ফুলে কলা গাছ বনে গেছে। আগুনে পুড়ে ছাই হওয়া অসহায় দুঃস্থ পরিবার দের দেয়া মেয়রের অনুদান কতিপয়দের সক্ষতায় সিংহভাগই আত্মসাৎ করে এবং বঞ্চিত ভূক্তভোগীদের কটু কথা বলে মেয়র নিজে লিষ্ট করে দিয়েছে বলে অকথ্য ভাষায় চড়াও হয়ে কথা বলেছে বলেও অভিযোগ করে মনির নামের এক ব্যক্তি। এ বিষয়ে ভূক্তভোগী বঞ্চিত অসহায় পরিবারের সদস্যরা আজ বুধবার মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র কাছে গিয়ে সকল বিষয় অবহিত করেন বলেও জানা গেছে। তিনি এর সঠিক ভাবে ব্যবস্থা গ্রহন করে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে সমান ভাবেই অনুদান প্রদান করা হবে বলে তাদেরকে আশ্বস্ত করেন।

আরও খবর

Sponsered content