প্রতিনিধি ২০ জুন ২০২১ , ১১:৩৩:১১ প্রিন্ট সংস্করণ
মোঃজহরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ই জুন রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫৯টি উপজেলায় ভূমি ও গৃহহীন মানুষের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন তিনি।
এ উপলক্ষে ঠাকুগাঁওয়ের হরিপুর উপজেলায় রোববার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এসময় আরও উপস্থিতি ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, বীরমুক্তিযোদ্ধা বুলবুল তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, অধ্যক্ষ সৈইদুর রহমান, ওসি তদন্ত আমিরুল ইসলাম, হরিপুর প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম সুজা চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলমগীর, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী, হরিপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুসা, সাংবাদিক জসিম উদ্দীন ইতি, জহিরুল ইসলাম (জীবন), ওয়াসিম, রাগীব আহসান রাজু, সুজন ও ৬ ইউনিয়নের চেয়ারম্যানগনসহ উপজেলার সকল কর্মকর্তা – কর্মচারী এবং সুবিধাভোগীগণ উপস্থিতি ছিলেন। উপজেলার অসহায়, ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৪০০টি সেমিপাকা ঘর দেওয়া হয়।