প্রতিনিধি ২৮ অক্টোবর ২০১৯ , ২:৪৮:৫৮ প্রিন্ট সংস্করণ
কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি:-
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমীকে এবারে এম.পি.ও ভুক্তি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দিপু মনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী ও দোয়া মাহফিল করেছে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ। আজ(সোমবার) সকালে স্কুল হলরুমে দোয়া মাহফিল ও প্রধান প্রধান সড়কে র্যালী প্রদর্শন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন আকনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-সভাপতি বি.এম হানিফ, স্কুলের সহকারী শিক্ষক সাইদুর রহমান, গাজী মাসুদ হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রহমাতুল্লাহ।