প্রতিনিধি ১৭ মার্চ ২০২০ , ৩:১৪:২১ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥
যথাযোগ্য মর্যাদায় বরিশালে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হচ্ছে। মঙ্গলবার (১৭ মার্চ) সূর্যদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মহান এই নেতার জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচির সূচনা করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ১৭ই মার্চ সকল সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে সূর্যদয়ের সাথে সাথে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্দ্যানে (ব্লেস পার্ক) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে মুজিব শতবর্ষ ও শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ কলেজের হল রুমে দিনটি উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরবর্তীতে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন যায়গায় এক শত বনজ ফলজসহ নানা প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. মোস্তফা কামাল,রাস্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ সোহরাব হোসেন, সহকারী অধ্যাপক দিপায়ন শিকদারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।