Uncategorized

বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ১০:৫০:০০ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক বাকেরগঞ্জ :-



বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপাং তালুকদার (৪০) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত আপাং তালুকদার উপজেলার কবাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন তালুকদার ওরফে সোনামিয়া তালুকদারের পুত্র। উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে আজ রবিবার সকালে এই ঘটনা ঘটে। আহতকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শেবাচিম সূত্রে জানা যায়, আজ রবিবার বেলা ১১ টার সময় রক্তাক্ত আপাংকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় কোপ দেয়ায় প্রচুর রক্তক্ষরণের কারণে বেলা ১টা ৩০ মিনিটের সময় তার মৃত্যু হয়েছে। আহতের বড় বোন কাজল বেগম জানায়, তার সৎ ভাগ্নে রাসেল চৌকিদারদের সাথে জমি নিয়ে তাদের বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে রবিবার সকাল ৮টার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সৎ ভাগ্নে রাসেল চৌকিদার, আরিফ চৌকিদার ও রাজিব চৌকিদারসহ ৭-৮জন শাবল দিয়ে মাথায় ও পায়ে কুপিয়ে আপাংকে রক্তাক্ত জখম করে। চিকিৎসার জন্য তাকে মুমূর্ষু অবস্থায় মেডিকেলে নেয়ার পর মারা যায়। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আপাং তালুকদারকে খুন করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কারও বিরুদ্ধে থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযুক্ত হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content