Uncategorized

নলছিটিতে লরির ধাক্কায় মাহিন্দ্রা চালক নিহত, শিশুসহ আহত ৪

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ৪:২৮:৪৭ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠির নলছিটিতে তেলবাহী লরির ধাক্কায় মো. জাকির হোসেন নামের এক মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মাহিন্দ্রার যাত্রী মিজানুর রহমান, ওবায়দুল ইসলাম, তার স্ত্রী সান্তনা আক্তার ও ১০ মাসের শিশুপুত্র আশ্রাফুল আহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মোল্লা জানান, বরিশালগামী লরির সঙ্গে কাঠেরঘর এলাকায় বাকেরগঞ্জগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রার চালক ও চারজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রা চালক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে স্থানীয়রা সাংবাদিকদের জানায়, লরিটি দ্রুত বেগে রং সাইড (উল্টোপথ) দিয়ে যাওয়ার চেষ্টা করলে মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

আরও খবর

Sponsered content