প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ১০:৪৭:৫৩ প্রিন্ট সংস্করণ
তালাশ ডেস্ক ॥ বরিশাল থেকে নিখোঁজের ২৩ দিন পর এক মাদ্রাসা শিক্ষার্থীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
সোমবার (২৯ জুন) রাতে জেলার নাচোল উপজেলার হাট রাজবাড়ী এলাকা থেকে এ্যানী আক্তার (১৭) নামের ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি র্যাব।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৫।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৬ জুন বরিশাল থেকে নিখোঁজ হন মাদ্রাসা শিক্ষার্থী এ্যানী। এরপর গত ২৬ জুন বরিশালের বানারিপাড়া পুলিশ স্টেশন থেকে সংবাদ প্রাপ্তির পর অনুসন্ধান শুরু করে র্যাব। সোমবার রাতে নাচোল উপজেলার হাটরাজবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ্যানী জানান মাসুদ রানা নামে এক ব্যক্তি তাকে ঢাকাসহ বিভিন্নস্থানে বিভিন্ন সময় আটকে রাখে। তবে চাঁপাইনবাবগঞ্জে কীভাবে এসেছেন এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। কীভাবে তিনি নিখোঁজ হয়েছেন এবং প্রকৃত ঘটনা অনুসন্ধানে এ্যানীকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হবে।