প্রতিনিধি ৭ আগস্ট ২০২০ , ৭:৪০:২৬ প্রিন্ট সংস্করণ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগে ক্রাইম রিপোর্টার্স সোসাইটি’র বাকেরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে জিয়াউল হক আকন ও সাংস্কৃতিক সম্পাদক খান মেহেদীকে বহিষ্কার করা হয়েছে। ৭ আগস্ট (শুক্রবার) বিকাল ৪ টায় সংগঠনের সদর রোড কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ তলবীসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, ক্রাইম রিপোর্টার্স সোসাইটি’র সভাপতি আহমেদ কাওছার ক্ষৌণিশ, সি: সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি অরুন দাস, মো. মোহেবুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক মুহা. সফিক খান, অর্থ বিষয়ক সম্পাদক রুবেল আহম্মেদ, প্রচার সম্পাদক মো. সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক দীপ্ত তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. ইমরান খান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, ক্রীড়া সম্পাদক সোহেল হাওলাদার, কার্য নির্বাহী সদস্য রিয়াজ শরীফ প্রমুখ।
জানা গেছে, ক্রাইম রিপোর্টার্স সোসাইটি’র সাংগঠনিক সম্পাদক মুহা. সফিক খান ও প্রচার সম্পাদক মো. সোহেল রানার ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় নেতৃত্ব দেয় জিয়া। এছাড়া নারীর শ্লীলতাহানী, মাদক ব্যবসায় সংশ্লিষ্টতা, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজী, সংগঠনবিরোধী কার্যকলাপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসংলগ্ন প্রচার-প্রচারণার সাথে জড়িত জিয়াউল হক আকন।