প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ১০:১২:৫১ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক :- বরিশাল নগরীতে ফিল্মী স্টাইলে দেড় লক্ষাধিক টাকার পণ্য ছিনতাই হয়েছে। শহরের জনবহুল এলাকা স্টীমারঘাট সংলগ্ন স্থানে এক ব্যবসায়ীকে টার্গেট করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
২৪শে অক্টোবর শনিবার সকালে নগরীর ব্যস্ততম এলাকা স্টীমার ঘাট সংলগ্ন মায়ের দোয়া হোটেলের সম্মুখে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ বিষয়ে ঐ দিনে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়। যার নং: ৭০ ।
এ বিষয়ে ভুক্তভোগী মো: শহীদ তাজ আজকের তালাশকে জানান, সকালে তিনি তার ব্যবসায়ীক মালামাল নিয়ে ব্যাটারী চালিত রিক্সা যোগে তার গন্তব্যে যাওয়ার সময় স্টীমার ঘাট সংলগ্ন মায়ের দোয়া খাবার হোটেলের সম্মুখে পৌছালে রিক্সাচালক রিক্সাটি নস্ট হয়েছে বলে রিক্সা থেকে নামতে বলে। রিক্সা থেকে নামার পর বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা ২/৩ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে তাদের হাতে থাকা মোবাইল ও টাকা রাস্তায় ফেলে দেয় এবং উক্ত টাকা ও মোবাইল আমাকে উঠিয়ে দিতে বাধ্য করে পাশাপাশি আমার সাথে বাকবিতন্ডায় জড়ায়। পরে তাদের উক্ত জিনিস উঠিয়ে দিয়ে আমি আমার ভাড়াকৃত রিক্সার দিকে তাকিয়ে রিক্সাটি আর খুজে পাইনি। রিক্সাটি অনেকক্ষন খোজার পর না পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে করে ঘটনাস্থলে এসে তাদের ও খুজে পাইনি। আমার ধারনা আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে যোগসাজসে আমাকে টার্গেট করে আমার মালামাল ছিনতাই করে। এ বিষয়ে আমি কোতয়ালী মডেল থানায় মামলা করছি।