প্রতিনিধি ১২ জুন ২০২১ , ৩:৪৫:৪৪ প্রিন্ট সংস্করণ
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) এবং বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিণী এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র মাতা কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশালের বানারীপাড়ায় আলোচনাসভা ও দোআ-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুন) দুপুরে বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়ন পরিষদে এ আলোচনাসভা আয়োজন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাহাদ আহম্মেদ (ননী)।
এসময় উপস্থিত ছিলেন উদয়কাঠি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উদয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ স্বপন, বাইশারী হাই স্কুলের শিক্ষক মোঃ মোস্তফা সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোআ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।