প্রতিনিধি ২৭ মার্চ ২০২২ , ৩:১৫:৫৩ প্রিন্ট সংস্করণ
প্রফেসর সুলতানা বেগমের বড় ভাই শহীদ বীর মুক্তিযোদ্ধা এ্যায়ারম্যান এ,কে,এম শাহে আলমের ৫১ তম মৃত্যু দিবস ২৮ মার্চ। ১৯৭১ সনে এই দিনে বগুড়ায় পুলিশ লাইনে সম্মুখযুদ্ধে তিনি নিহত হন। মৃত্যুর পর তার লাশটি তার পরিবার খুঁজে পায়নি।
প্রসঙ্গত : বরিশাল শহরের কাউনিয়া প্রথম গলি মো: আসাদুল হক মিয়ার প্রথম সন্তান ছিলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা এ্যায়ারম্যান এ,কে,এম শাহে আলম। তার মায়ের নাম মোসাম্মাদ রাবেয়া বেগম। শহীদ শাহে আলম ১৯৬৫ সনে বিমান বাহিনীতে যোগদান করেন। শহীদ শাহে আলমের দুই বোন ও এক ভাই। শহীদ বীর মুক্তিযোদ্ধা এ্যায়ারম্যান
এ,কে,এম শাহে আলমের পরিবারের বক্তব্য : শহীদ পরিবার হিসেবে সরকার কর্তৃক কোন সুযোগ সুবিধা ও সন্মাননা থেকে আমরা বঞ্চিত। তবুও আমরা গর্বিত দেশের স্বাধীনতায় আমাদের পরিবারের প্রত্যক্ষ অংশগ্রহন রয়েছে। আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত অর্জিত বাংলাদেশ অবিস্মরণীয় হয়ে থাকুক ।
এদিকে, পরিবারের পক্ষ থেকে শহীদ বীর মুক্তিযোদ্ধা এ্যায়ারম্যান এ,কে,এম শাহে আলমের মৃত্যুবাষির্কী উপলক্ষে বাদ আসর বরিশাল ফিসিং মসজিদে কুরআনখানী এবং দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।